আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাঙ্গু নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ ১০:২১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসহাট এলাকার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় থাকা মেরদেহটি উদ্ধার করা হয়।

 
 

 

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করছি পাহাড়ি কোনো নৃ-গোষ্ঠির হতে পারে।