চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় গাঁজা সহ ফুয়াদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী হলো গাছুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছবি রহমানের বাড়ির আকবর হোসেনের ছেলে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা হাতে নাতে ধরা হয়।
সোমবার রাত ৯ টার সময় গাছুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দাদন মার্কেটের পশ্চিমে পুকুরের পাশের রাস্তায় থাকা মাদক ব্যবসায়ী পুলিশের টের পেয়ে ফুয়াদ দৌড়ায়ে পালানের চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে সাধা পলিথিন মোড়ানো একশ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, মাদকদ্রব্য বিক্রি কালে ১০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর(৩৬(১) সারণির ১৯( ক) ধারার আইনে মামলা হয় তাকে আদালতে সোপর্দ করা হয়।