সন্দ্বীপে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সোহরাব হোসেন ও আশ্রাফ উল্ল্যাহ নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোপ ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিগ্যান চাকমা জানান, উপজেলার মাইটভাংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কৃষিজমি কর্তন করে পুকুর তৈরী ও মাটি বিক্রি করার অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায়
মাইটভাঙ্গা ইউনিয়নের সোহরাব হোসেন, পিতা: ফজলুল হককে ৫০ হাজার টাকা এবং আশরাফ উল্লাহ, পিতা: ফখরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।