আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংঘটিত হয় - মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : | প্রকাশের সময় : বুধবার ১৪ অগাস্ট ২০২৪ ০৯:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে হাটহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

 

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসদরের বাস স্টেশন এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংঘটিত হয়েছিল। আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ ছাত্র জনতার আত্মা শান্তি পাবে না। খুনিদের বিচারের মাধ্যমে এমন নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায়।

 

তিনি আরো বলেন, আওয়ামীলীগের রাজনীতি হলো হত্যা, লুটপাট আর মিথ্যাচারের রাজনীতি। দেশের সকল গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী নেতৃবৃন্দ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার আর গুজব রটাচ্ছে। তারা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি'র নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। এদেশের মাটিতে কোন বিদেশী শক্তির তাঁবেদারি চলবে না। একটি বৈষম্যহীন উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এর যৌথ সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য  আলহাজ্ব জাকের হোসেন।

 

এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি সহ আরো অনেকে। 

 

এদিকে অবস্থান কর্মসূচী শেষে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ পপুলার সুপার মার্কেটের নিচ তলায় উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।