নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা ১টি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ডা: শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম আহবায়ক এম এ আজিজ,
যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলমসহ বিএনপির ২০ নেতা কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১৬ জানুয়ারি রবিবার বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে হাইকোর্ট তাঁদের ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বিএনপি নেতা-কর্মীদের দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে আবেদনকারীরা মামলা থেকে আগাম জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী মীর নাছির উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের অনুমতির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশ। ৫ জানুয়ারি বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেছিলেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েক শ জনকে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে।