লোহাগাড়ায় ৩ হাজার ৫শ পিস ইয়াবা ট্যালেটসহ মো. আব্দুর রউফ (৬২) নামের এক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে পাবনা সদর দোগাছী ইউনিয়নের ডিপচর চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আকুব প্রমাণিক এর ছেলে। শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি বাসে যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে তাকে আটক করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই সজিব হোসেন সঙ্গয়ি ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ পিস ইয়বা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে।