আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া | প্রকাশের সময় : বুধবার ৯ নভেম্বর ২০২২ ১০:২৬:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

লোহাগাড়ায় ইচমত আরা বেগম (৪৬) নামের এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর এলাকার খাইর আহমদ এর স্ত্রী। এঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। একইদিন বিকেলে উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর এলাকায় ভুয়া ডাক্তার ইচমত আরা বেগম এর নিজ বাড়ির চেম্বার অভিযান চালালে পালিয়ে যায়। চেম্বার থেকে মেয়েকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, ইচমত আরা বেগম ডাক্তার না হয়েও নামের আগে “ডাঃ” ব্যবহার করেন। তার অবহেলাজনিত চিকিৎসা সেবা ও কার্যের কারণে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন হওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় ইচমত আরা বেগম উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তার অবহেলাজনিত চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি উদঘাটিত হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কার্য হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ইশতিয়াক আহমদ, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ ও উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দাশ প্রমূখ।