চট্টগ্রামের লোহাগাড়া চুনতি এলাকায় অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি শ্যালো মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদেও কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চুনতি সাতগড় লম্বাশিয়া ও সাতগড় ছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ও সহকারী বন সংরক্ষক (পদুয়া) একেএম আজাহারুল ইসলামের সার্বিক সহযোগীতায় এ অভিযান পারিচালিত হয়। জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে শ্যালো মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। ওই অবৈধ বালুমহালে গত কয়েকদিন আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১ লাখ ঘনফুট বালু জব্দ করে নিলামে দেন। চক্রটি আবারো জন্য শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করলে অভিযান পরিচালনা করেন বনবিভাগ। অভিযানের টের পেয়ে পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন- চুনতি বনরেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জলিলুর রহমান, সাতগর বনবিট কর্মকর্তা মোহাম্মদ শাহআলম হাওলাদার, ডুলু বনবিট কর্মকর্তা মোহাম্মদ মুনতাছির রহমান ও লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ প্রমুখ সহকারী বন সংরক্ষক (পদুয়া) একেএম আজাহারুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম অবৈধ বালুমহালে অভিযান পরিচালিনা করি। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সারঞ্জম স্পটে ধ্বংস করি এবং বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পাহাড় কেটে বালু উত্তোলন অপরাধ। অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের স্বার্থে সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।