চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সুখছড়ি কুল ও পুটিবিলা ইউনিয়নের মিয়া পাড়া, জাকারিয়া পাড়া, ছুটার পাড়া গ্রামের প্রধান সড়ক সুখছড়ি খাল পাড় সংলগ্ন সড়ক দীর্ঘদিন পর সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সুখছড়ি কুল গ্রামের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন লোহাগাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ছবুর, মো. জাফর আলম ও স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হক বাবুল। এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন, মো. কামাল উদ্দিন কোম্পানী প্রমূখ। এদিকে, সড়ক সংস্কারর খাল পাড় ভাঙন মেরামত করায় ইউপি সদস্য এনামুল হক বাবুল ও নুরুচ্ছফা চৌধুরী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মো. এনামুল হক বাবুল বলেন, দীর্ঘদিন ধরে সুখছড়ি কুল গ্রামের প্রধান সড়কটি বায়তুন নুর পাড়া সংলগ্ন সুখছড়ি খালের পাড়ে ভাঙ্গনে সড়কও খালে বিলীন হয়ে যায়। নির্বাচিত হবার আগে প্রতিশ্রæতি মোতাবেক ভাঙ্গন সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরীরর আন্তরিকতায় পরিষদের বরাদ্দ থেকে এ উন্নয়ন কাজ সম্ভব হয়েছে। পরিদর্শন কালে সদর ইউনয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল ছবুর বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে সুখছড়ি খাল সংলগ্ন ভাঙ্গন মেরামত ও সড়ক উন্নয়ন কাজ করা হয়েছে। আগামীত আরো বাজেট দিয়ে ভাঙ্গন রোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসীর খুশিতে পরিষদের সবাই খুশি।