চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ও পুটিবিলা এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে মজুদ রাখা ১ হাজার ৪শ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিন ব্যাপী এ অভিযানে নেতৃত্বদেন পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় ডলুবিট কর্মকর্তা মো. মুনতাসির রহমানসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার চরম্বা রাজঘাটা এনবিকে ইটভাটা, নোয়ারবিলা সিআরবি ইটভাটা, নয়াবাজার কেবিএম ইটভাটা ও গৌড়স্থান লাকড়ী পাড়া এমআরবি ইটভাটা সংলগ্ন পুড়ানোর জন্য জ্বালানী কাঠ মজুদ রাখার খবর পেলে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে পৃথক পৃথক ৪টি বন মামলা রুজু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।