আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসার কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা | প্রকাশের সময় : বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির প্রথম অধিবেশন মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ আবুল হাসান কাশেমের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা সোলেমান আনচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ডা: শাহানা বেগম, দাতা সদস্য মাওলানা ইদ্রীস হেলালী,অভিভাবক সদস্য মো. ইসহাক,আবদুল হাকিম, হাফেজ মো. ইউনুস, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, ইসরাত জাহান, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন।

সভায় স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ বদরুজ্জমানকে শিক্ষানুরাগী সদস্য মনোনিত করা হয়। এছাড়া মাদ্রাসার লেখা পড়ার মনোন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়।