আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জহির আজম

মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : শনিবার ১১ জানুয়ারী ২০২৫ ০৬:৪৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী'র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বজল আহমেদসহ কয়েকজন মুক্তিযোদ্ধা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধাদের ধারণ করেই আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা দল পরিচালনা করি। 

 

জহির আজম বলেন, মিথ্যা অভিযোগকারী বজল আহমেদ একজন মুক্তিযোদ্ধা হলেও গত ১৭ বছর তিনি স্বৈরাচারের সরকারের দোসর ছিলেন। তার সহধর্মিনী একজন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও তার পুত্র যুবলীগের সন্ত্রাসী। গত ৩০ ডিসেম্বর আমি যে বক্তব্য রেখেছিলাম তাতে আমি পাইন্দং ইউনিয়নের আমাদের দলের একজন সিনিয়র সদস্যকে উদ্দেশ্য করেছিলামম। তিনি একজন সিনিয়র সদস্য একজন মুরুব্বী হয়েও ধর্মীয় লেবাসে এমন মিথ্যা বলতে পারেন না। তাতে আমি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কোনো মন্তব্য করিনি। আমার বিরুদ্ধে বানোয়াট ওই সংবাদ সম্মেলন দলের বিরুদ্ধে একটি ঘৃণ্য ষড়যন্ত্র মনে করি।

 

এসময় উপস্থিত ছিলেন লেলাং বিএনপির সভাপতি সরওয়ার হোসেন, দাঁতমারা বিএনপির সভাপতি বোরহান আহমদ, সুয়াবিল বিএনপির সভাপতি এয়াকুব শহীদ, পাইন্দং বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পেয়ারুল ইসলাম, যুবদল নেতা নাজিম উদ্দীন,  হাছান চৌধুরী দিপু, ছাত্রদলের সদস্য সচিব ইন্জি. বেলাল উদ্দিন মুন্না প্রমূখ।