মিরসরাই উপজেলার ১৬নং শাহেরখালী ইউনিয়নের ডোমখালী স্লুইসগেট এলাকায় ৩ হাজার মিটার দৈর্ঘ্যের ৪ টি চরঘেরা জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে অবৈধ জাল নির্মূলকরণে মৎস্য অধিদপ্তরের চলমান 'বিশেষ কম্বিং অপারেশন' এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার হামিদ প্রিয়, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ ও অন্যান্য কোস্টগার্ড সদস্যবৃন্দ।
এসময় অভিযানে জব্দকৃত চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।