আজ শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

মিরসরাইয়ে ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও উপজেলার আবুতোরাব বাজার, বড়তাকিয়া বাজার, মিরসরাই পৌরসদরে লিফলেট বিতরণ করা হয়।

তিনঘরিয়াটোলা গ্রামে বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও বাংলাদেশ সরকারের সহকারী কৌসুলী (এজিপি) এ্যাডভোকেট নুরুল করিম এরফান। আলোচনা সভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিহানের সঞ্চালনায় ও ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের যুব কমিটির যুগ্ম আহবায়ক নজরুল হোসেন রাসেল, ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছালামত উল্লাহ, ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফজলুল করিম সেলিম, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেছাউল করিম মিল্লাত, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নুরুল করিম এরফান বলেন, এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের সুযোগ লাভ করবে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা জিয়াউর রহমান ঘোষিত ‘১৯- দফা’, বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি’র ‘ভিশন-২০৩০’ এর আলোকে এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচির সংশোধীত ও সম্প্রসারিত রূপে প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।