আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
সভাপতি সুদর্শন রায় সম্পাদক কল্যাণ রায়

মিরসরাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ১৩ জুলাই ২০২৪ ০৭:২৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত। মিরসরাই উপজেলা শাখার আহŸায়ক সুদর্শন রায়ের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যডভোকেট রানা দাশগুপ্ত। 

আশিষ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, ড. ভদন্ত জীনবোধি মহাথেরো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সদস্য উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি পীযুষ কুমার শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বণিক, ঐক্য পরিষদের সংগঠক সুবল সাহা। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে সুদর্শন রায় ও সাধারণ সম্পাদক পদে কল্যাণ রায় নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে বেনুতোষ দাশ, অধ্যাপক বাবলু বড়–য়া, ক্ষুদিরাম দাশ নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ঐক্যপরিষদের অন্যতম দাবী জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পতি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন এবং পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন দ্রæত কার্যকরের দাবী জানাচ্ছি। বর্তমান সরকার দাবীগুলো তাদের নির্বাচনী ইশতেহারে আনলেও এখনো কার্যকর করেনি।