আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ৮ জানুয়ারী ২০২২ ১১:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম দিনে ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থীর মাঝে ভ্যাকসিন দেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ইপিআই কর্মকর্তা কবির হোসাইন বলেন, উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২-১৮ বছরের ৫৬ হাজার ১২২ জন শিক্ষার্থীর মাঝে ফাইজার ভ্যাকসিন দেওয়া হবে। মাধ্যমিক পর্যায়ে প্রথম দিন ৪ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মাঝে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।