আজ বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ প্রকৌশলী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ১১:০৫:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ প্রকৌশলী শুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ রবিন (৪২), জুনিয়র প্রকৌশলী মো. সোলাইমান (৪০) ও মো. শাহীন (২২)। 

বিএসআরএম মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘সোমবার দিবাগত রাত ৮টার নাগাদ এ তিন প্রকৌশলী ডিউটিরত ছিলেন। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে তারা দগ্ধ হন। পরে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দগ্ধ ৩ প্রকৌশলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা এখন ভালোর দিকে।’