আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে বাইক ছিনতাই মূল হোতা রণি-হেলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

মিরসরাইয়ে বিএসআরএম গ্রæপের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াছিনকে কুপিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুুলিশ। পুলিশের ধারণা তারা মোটর বাইক ছিনতাইয়ের বড় একটি চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতরা হলো, মিরসরাই পৌরসভা এলাকার রবিউল ইসলাম রণি ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার হেলাল হোসেন। এদের মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে অপর আসামী হেলাল। মিরসরাই থানায় দায়েরকৃত মামলা ও পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট ভোর ৬টার দিকে অফিসে যাওয়ার পথে চলন্ত মোটর বাইকে থাকা বিএসআরএম কর্মকর্তা মো. ইয়াছিনকে কুপিয়ে বাইক ছিনতাই করে নিয়ে যায়। এর পরদিন ২৮ আগস্ট ইয়াছিন বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা (যার নম্বর ১৪) দায়ের করেন। এরপর ওই মাসের ২৯ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে রণিকে। তার দেয়া তথ্য অনুযায়ী গত বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী পৌর সদরের একটি গেরেজ থেকে বাইক এবং পরে হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজীব পোদ্দার জানান, গ্রেপ্তার হওয়া রণি ও হেলাল মোটর সাইকেল ছিনতাইয়ের বড় একটি চক্রের সাথে যুক্ত। হেলাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামী রণিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।