আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
প্রতিকার চেয়ে ইউএনওকে এলাকাবাসীর স্মারকলিপি

মিরসরাইয়ে পানিতে ডুবেছে পাঁচ গ্রাম

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ০৯:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা ইছাখালী ইউনিয়নের পাঁচটি গ্রামে জলাবদ্ধতার কবলে পড়েছে অন্তত কয়েক হাজার মানুষ। উপজেলার গুরুত্বপূর্ণ ইছাখালী খালের ভাটি অঞ্চলে একটি বিদেশী শিল্প প্রতিষ্ঠান বাঁধ দেয়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার (২০ আগস্ট) এটির প্রতিকার চেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মাহফুজা জেরিনকে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী বাসিন্দারা।

 

জানা গেছে, উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নদী ও খাল দখল হওয়ার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের একটি চাইনিজ শিল্প প্রতিষ্ঠান ( ওয়াং জিন হং) স্থানীয় ইছাখালী খালের ভাটি এলাকায় কৃত্রিম বাঁধ দেয়ার ফলে এলাকার চুনিমিঝিরটেক, নতুন গ্রাম, হাফিজ গ্রাম, জমাদার গ্রাম ও সাহেবদী নগর  গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চলে  অপরিকল্পিতভাবে দিঘী খনন করে মৎস্য ঘের তৈরী করায় অনেক স্থানে জলাবদ্ধতা  দেখা দিয়েছে। এছাড়া পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, ফেনাপুনি, গাছবাড়িয়া, গোভনীয়া, বটতল, করেরহাট ইউনিয়নেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

 

ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক এলাকার বাসিন্দা এরফান উল্ল্যাহ বলেন, ‘ এলাকার মানুষের বাড়িতে কোমর পানি হওয়াতে স্কুল, মাদরাসায় যাওয়া যাচ্ছেনা। এছাড়া বসত বাড়ি ডুবে যাওয়ায় রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না। আমাদের কষ্টের সীমা নেই। আমরা দ্রুত এর সমাধান চাই’।

 

এবিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মাহফুজা জেরিন বলেন,‘ বিষয়টি নিয়ে আমাকে এলাকাবাসি একটি গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছে। আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের  (বেজা) কর্মকর্তাদের সাথে কথা বলে গৃহীত ব্যবস্থা গ্রহণ করা হবে’।