আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে আশ্রয় কেন্দ্রে আসা অন্তসত্তা নারী জন্ম দিলো কন্যা সন্তানের

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৭ অগাস্ট ২০২৪ ০৯:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা অন্তসত্তা প্রার্থনা মজুমদার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বন্যার পানি বেড়ে গেলে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয় অন্তসত্তা প্রার্থনা মজুমদারকে। পরবর্তীতে বিকেলে প্রসব বেদন উঠলে তাকে স্থানীয় মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসেপাতালে রাতে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

প্রার্থনা মজুমদার উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের লব দাশ মজুমদারের স্ত্রী।

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আসেন অন্তসত্তা প্রার্থনা মজুমদার। বিকেলে প্রসব বেদনা উঠলে রাতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতালে ৪দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার বিকেলে আবারো বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে পরিবারের সাথে সে আসে। মা ও মেয়ে এখন সুস্থ আছে। মঙ্গলবারও তার স্বামীর বাড়িতে পানি ছিলো। হাসপাতালে প্রার্থনার চিকিৎসা বাবদ আসা ১৮ হাজার টাকা আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে পরিশোধ করেছি। তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সুষম খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ২২০ জন আশ্রয় নিয়েছিলো। বিভিন্ন গ্রামে পানি নেমে যাওয়ায় সোমবার প্রায় ১০০ জন চলে গেছেন নিজ নিজ গন্তব্যস্থলে। মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয়ে ১২০ জন ভানবাসী মানুষ আশ্রয়ে আছেন বলে জানান তিনি।