আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে এক বক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী : | প্রকাশের সময় : রবিবার ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১২:৫২:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

শনিবার  উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে  বাঁশখালী উপজেলার কালিপুর  ইউনিয়নে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মাহমুদুল ইসলাম কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ২০০০০০(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পুনরায় এ ধরনের বেআইনি কার্যক্রমে অংশগ্রহণ করলে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে  তাকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার