ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ভারতীয় ইয়াবা, লাক্সারি ম্যাগডুয়েলস ও বাংলা মদ উদ্ধার করেছে রামগড় ব্যাটালিয়ান (বিজিবি-৪৩) এর হেয়াঁকো বিওপির। ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে হেয়াঁকো ক্যাম্পের আরআইবি সদস্য মোঃ আলমগীর হোসেনের তথ্যের ভিত্তিতে দাঁতমারা ইউপির কড়ইবাগান এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সুবেদার মোঃ শরীফ মাহবুবের সাথে ৪ জনের টহলদল ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৮৭ পিচ,বিদেশি লাক্সারি ম্যাগডুয়েলস ১ নাম্বার মদ এক বোতল, দেশীয় বাংলা মদ দুই লিটার কড়াইবাগান এলাকা থেকে থেকে উদ্ধার করে। এসময় বিজিবির অবস্থান বুঝতে পেরে অপরাধীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।