আজ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০:৫০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন সোমবার (৩ ফেব্রুয়ারী ) রাতে পাইন্দং বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।

 

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।

 

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এম এ রহিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু জাফর, জিএম ইলিয়াছ, অর্থ সম্পাদক রিপন আলী, লোকমান চৌধুরী, এডভোকেট নজরুল ইসলাম, নবির হোসেন মাসুদ, মাওলানা শাসমুল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার,নুরুদ্দীন চৌধুরী, মো. সরোয়ার, আজম কন্ট্রাক্টর,  ইমাম উদ্দিন মানিক, আক্কাস উদ্দিন, আব্দুল কাদের, তৈয়ব মুন্সি প্রমুখ। 

 

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র জামায়াতে ইসলামী পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।

 

বক্তারা আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও একটি শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সৎ ও যোগ্য লোক তৈরির মাধ্যমে এ দেশ থেকে দারিদ্র্য ও দুর্নীতি দূর করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় শ্রমজীবী মানুষের ঘরে ঘরে সেবা পৌছে দিতে।

 

সম্মেলনে মাওলানা শামসুল আলমকে সভাপতি এবং এম এ রহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।