ফটিকছড়িতে ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর(রবিবার) সকালে দুইদিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। শিক্ষক সৈয়দ আজগর সুমন ও শিক্ষিকা পল্লবী খাস্তগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.সেলিম রেজা,একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, হোসাইন মোহাম্মদ এমরান, উপজেলা সমন্বয়ক গৌতম সেন,স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউচুপ। এবারের মেলায় ফটিকছড়ির ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।