আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৪:৩৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ৩৪ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ভূজপুর জামিয়া আবু বকর (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে এসব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এহ্ইয়াউসুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত নাগরিক, এহ্ইয়াউত্তুরাস আল ইসলামির চেয়ারম্যান শাইখ আবু মুহাম্মদ আল গাল্লাফ। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। এতে বিশেষ অতিথি ছিলেন ভূজপুর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার, মাদ্রাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক, এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তারা। 

প্রধান অতিথি বলেন, এ দেশের মুসলমান নাগরিকরা আমাদের ভাই। তাদের সাহায্যকরা আমাদের কর্তব্য। এর আগেও এদেশে এসেছিলাম। তার তুলনায় এখন অনেক উন্নত হয়েছে দেখে ভালো লাগছে।

ভূজপুর থানার ওসি ফারুকী বলেন, মানুষকে সহায়তা করা ভালো কাজ, কাউকে ভালো উপদেশ দেয়াও ইবাদত। এটি কোরআনের শিক্ষা। এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশনের এই কর্মকান্ডকে স্বাগত জানাই।

শেখ শাহজাহান বলেন, এহইয়াইসুন্নাহ ফাউন্ডেশন অসহায়, অসচ্ছল, গরীব মানুষের পাশে থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা করে। আগামীতেও এদ্বারা অব্যাহত থাকবে।