রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিভিন্ন সড়কের গাছ কেটে নিয়ে মসজিদের ইমামকে ফার্নিচার উপহার দেয়াসহ লাখ লাখ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, আজিজ ও হেলাল উদ্দিনের বিরুদ্ধে।
জানা যায়, ফটিকছড়ির সুন্দরপুরের আব্দুল মান্নান চেয়ারম্যান (মাষ্টার বাড়ী) বাড়ী থেকে বেশকিছু সরকারি গাছ জব্দ করেছে উপজেলা প্রসাশন। গত মঙ্গলবার(২৭আগস্ট) দুপুরে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের শ্বশুরের এ বাড়ি থেকে গাছগুলো অনত্র সরিয়ে নেয়ার সময় খবর পায় প্রসাশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ এ গাছগুলো জব্দ করেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের আগে হাসান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, আজিজ ও হেলাল উদ্দিন প্রভাব কাটিয়ে স্থানীয় মান্নান চেয়ারম্যান বাড়ি সড়ক থেকে ১০লাখ (আনুমানিক) টাকা মুল্যের আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাড়ির নানা আসবাবপত্র তৈরী করেন। এর থেকে কিছু ফার্নিচার স্থানীয় হারিমিয়া চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা রফিককে উপহার দেন। বাকী গাছ বিক্রির উদ্দেশ্যে মন্ত্রীর শ্বশুর বাড়ীতে স্তুপ করে রাখেন। পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় স্তুপের গাছগুলো বিক্রি করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান।
এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রীর শ্যালক মোঃ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন দেয়া হলেও তার সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন-
সরকারি রাস্তার গাছ কেটে সরানোর অভিযোগ এলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করা হয়। গাছগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন- গাছগুলো পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।