আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

পাত্তাই পায়নি চট্টগ্রামের বোলাররা, রেকর্ড রানে বড় জয় কুমিল্লার

জাহেদুল ইসলাম: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:০৬:০০ অপরাহ্ন | খেলাধুলা

চলমান বাংলাদেশ প্রিমিয়াম লীগ( বিপিএল) ২০২৪ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা পাত্তাই দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটাররা। ৭৩ রানে জয় পায় কুমিল্লা। কুমিল্লা টানা তৃতীয় জয তুলে নিল। কুমিল্লার ষষ্ঠ জয় ও নয় ম্যাচে চট্টগ্রাম পেল চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে কুমিল্লা। ২০১৯ সালের বিপিএলে রংপুর রাইডার্সও ২৩৯ রান করেছিল। 

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৭ রান করেন জ্যাক। ফিফটি পেয়েছেন লিটন দাশ ও মঈন আলী। রিশাদ হোসাইন নিলেন ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট।

 

বিপিএলে নিজের প্রথম ম্যাচেই মঈন আলী হ্যাট্টিক উইকেট ও ফিফটি রান করেন। এবং জ্যাকের সেঞ্চুরিতে হেরে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দাপুটে জয়ে ছন্দে ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের প্রায় সব বোলারই এদিন খরুচে ছিলেন। বিশেষ করে আল আমিন হোসেন দুই হাতে রান বিলিয়েছেন। ৪ ওভারে ৬৯ রান দিয়েছেন এই পেসার। ৪৯ রানে ২ উইকেট শিকার করে দলের সেরা বোলার শহিদুল ইসলাম।

 

২৪০ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামে চ্যালেঞ্জার্সে দুই ওপেনার তানজিদ তামিম ও জর্স ব্রাউন শুরুটা ভালোই ভাবে চালিয়েছিল। দুই জনই ৮০ রানের পার্টনাশীপ করেন। মোস্তাফিজের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন তানজিদ তামিম। ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার। একের পর এক উইকেট বিলিয়ে দিচ্ছেন মাঠে। সৈকত আলী কিছুটা ঝড়ো ব্যাট চালালেও তিনিও ১১ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনিও। অপর প্রান্তে অধিনায়ক শুভাগতহোম    ১৩ বলে ১৯ রান নিয়ে ৭ম উইকেটের পতন হলে তখন দলীয় রান দাঁড়ায় ১৫.৪ ওভারে ১৬৫ রান। পরে শহিদুল ২ রান ও বাকি ২ ব্যাটসম্যান ০ রানে আউট হলে ১৬.৩ ওভারে ১৬৬ রানে থামে ইনিংস। ৭৩ রানে জয় পান কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে ৭৩ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে কুমিল্লা।

 

খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের বিদেশী খেলোয়াড় উইল জ্যাক।