আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

দোহাজারীতে আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক ও মতবিনিময় সভা

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ ০৬:২৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা শনিবার (৫ নভেম্বর) দুপুর-২ ঘটিকায়, ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কালুর বটতল এলাকায় অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর, প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বশীর উদ্দীন খান মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন জনি, মোহাম্মদ শাহ আলম মেম্বার, এসএম জামাল উদ্দিন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ অর্থ সম্পাদক কাইচার আলমগীর, সাংগঠনিক সম্পাদক শওকত খান প্রমুখ। এতে আরোও উপস্থিত ছিলেন, মনসফ আলী, আবদুর রশিদ, হারুন-অর-রশিদ, ইকবাল করিম খোকা, কামরুল হাছান মিন্টু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চান শরীফ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম , ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু মিলন ধর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী শিহাব উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু ছালেক সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সংঠগনের নেতা-কর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল শুক্কুর বলেন- আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য শোষণ করার জন্য নয়। আমরা কোন চাঁদাবাজ, মাদক ব্যবসার সহযোগী ও থানার দালালদের আশ্রয় দিয় না, কিন্তু কেউ যদি এই রকম অসৎ উদ্দেশ্যে আমাদের কমিটিতে স্থান নিয়ে থাকেন তাহলে যার যার সম্মানে চলে যান। অন্যদিকে প্রধান বক্তার বক্তব্যে বশির উদ্দিন খান মুরাদ বলেন- এই সরকার আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছে। আমরা একত্রে থেকে আরোও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ স্থাপন করলে অনেক উন্নয়ন করা যাবে। উল্লেখ্য গত ২৯ জুলাই অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোকে মোহাম্মদ আজম আলীকে সভাপতি এবং মোঃ হারুন অর রশীদকে সাধারণ সম্পাদক করে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন পৌরসভা আওয়ামী লীগ। গত ২৫ সেপ্টেম্বর দোহাজারী পৌরসভার পুর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে পৌরসভা আওয়ামী লীগের নিকট জমাদানের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে নবীণ প্রবীণের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে শনিবার নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।