আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

দাম্মামে সড়ক দু'ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৬ জানুয়ারী ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের দাম্মাম শহরে রাস্তা পারাপারের সময সড়ক দু'ঘটনায় নুরু আলম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা যায়, গত ৪ জানুয়ারি সৌদি সময বিকাল সাড়ে ৪ টার সময় দাম্মাম শহরে রাস্তা পারাপার হতে গিয়ে একটি মাইকোরো বাসের ধাক্কায় নুরু আলম (৪২) গুরতর আহত হলে স্হানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জানুয়ারি ইন্তেকাল করেন।

 

সড়ক দু'ঘটনায় নিহত নুরু আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের বেড়ির বাজার এলাকায়।