আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিস্কার জাকির মেম্বার

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : | প্রকাশের সময় : রবিবার ১৮ অগাস্ট ২০২৪ ০৯:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পদ থেকে বহিস্কার হয়েছেন ৩নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মেম্বার। রবিবার(১৮ আগষ্ট) উপজেলা বিএনপির অফিসিয়াল প্যাডে সভাপতি/সম্পাদকের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়। উক্ত বহিষ্কারাদেশে বলা হয় ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন অবৈধ সরকারের অধীনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিনা ভোটে অবৈধভাবে চেয়ারম্যান হয়। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হলে সে ভারতে পালিয়ে যায়। দুঃখের বিষয় আজকে সেই দুর্বৃত্ত ও অবৈধ চেয়ারম্যানকে ইউনিয়নে ছাত্র-জনতা ঘেরাও করতে গেলে আপনি সরাসরি অবৈধ চেয়ারম্যান এর পক্ষে নিয়েছেন যা সুস্পষ্ট প্রমানিত এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ৪ জন নেতাকর্মীদের উপর আপনার নেতৃত্বে হামলা চালিয়ে আহত করার অভিযোগ তুলেন। দলের শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয়ায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মির্জাপুর ইউনিয়ন এর প্রাথমিক সদস্য পদ সহ উপদেষ্টা পরিষদ এবং বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে জাকির হোসেন বলেন,কিছু দুর্বৃত্তরা মির্জাপুর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের উপর হামলা চালায়।সেখানে স্থানীয়রা তাদের প্রতিহত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ কোন নেতাকর্মীরা যেন কারো উপর বা কোন প্রতিষ্ঠানে হামলা না করে।সে নির্দেশনা বাস্তবায়নে স্থানীয়রা সহ আমি প্রতিহত করি। দলের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।