আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

থার্টি ফার্স্টে চট্টগ্রামে বার-মদের দোকান বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৪:৫৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 

চট্টগ্রাম নগরে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে সব ধরনের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ১২ ঘণ্টার জন্য লাইসেন্স করা সব বার ও মদের দোকান বন্ধ রাখার নির্দেশও দিয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার সাহাদাত হুসেন রাসেলের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে উৎসব করা যাবে না। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনুমোদিত স্থানে সভা-সমাবেশ এবং ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। কোথাও কোনও ধরনের আতশবাজি ও পটকা ফোটানো যাবে না। ভবনের ছাদে পটকা ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত ও পারকি সৈকতে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো যাবে না, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো যাবে না। আনন্দ উদযাপন সমাজ ও সংস্কৃতিতে গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে। আবাসিক হোটেলে ডিজে পার্টির নামে কোনও স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। শুক্রবার রাত ১০টা থেকে ফাস্টফুডের দোকান বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার বিকাল চারটা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোনও ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

 

 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়