কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের শিরোপা ঘরে তুলেছে কলাতলি ক্রিকেট ক্লাব। ১৯ ফেব্রুয়ারী শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অঘোষিত ফাইনালে কলাতলি ৪ উইকেটের ব্যবধানে শক্তিশালী বদর মোকাম ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি প্রিমিয়ার লীগে উন্নীত হয়েছে। রানার আপ হয়ে দ্বিতীয় দল হিসাবে প্রিমিয়ার লীগে নাম লেখিয়েছে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ।
শেখ কামাল স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বদর মোকাম নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৭ ওভারে ১৬৯ রানে সবাই আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কলাতলি ওয়াহিদ (৬৮) ও আফিফের (২৭) রানের উপর ভর করে ৪৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৪ উইকেটের জয় করায়ত্ত্ব করে নেয়।
অন্যদিকে একই সময় স্টেডিয়ামের ম্যাচ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ন্যাশনাল কক্স শুরুতেই মহা বিপর্যয়ে পড়ে। মাত্র ৩২ রানে হারিয়ে বসে চার টপ অর্ডার কে। এরপর ক্রিজে এসে জুয়ায়েদ চার, ছয়ের ফুলঝুরি ছড়িয়ে দৃষ্টিনন্দন ১২৮ রানের অনবদ্য সেঞ্চুরি হাঁকান। দল পায় ২৪৪ রানের লড়াকু প্ঁজি।
জবাবে ব্যাট করতে নেমে চকরিয়া মুক্তিযোদ্ধা ৪৭ ওভারে ১৯৭ রান করে অলআউট হয়ে যায়। ন্যাশনাল কক্স ম্যাচ জিতে ৫৭ রানের বড় ব্যবধানে।
এদিকে ম্যাচ শেষ এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ক্রিকেট লীগ কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন-ডিএসএ সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, শাহিনুল হক মার্শাল, ট্রেজারার রাশেদ হোসাইন নান্নুু, ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন।
ম্যাচ শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া ম্যান অব দ্যা লীগ নির্বাচিত হন ন্যাশনাল কক্সের জুনায়েদ, সেরা উইকেট টেকার নির্বাচিত হন কলাতলির কামাল।