আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৮ মে ২০২২ ১২:১০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের টেকনাফে দমদমিয়া এলাকায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের কেয়ারীঘাট থেকে দক্ষিণে বসুন্ধরা গ্রুপের জায়গা সংলগ্ন টেকনাফ-কক্সবাজারের প্রধান সড়কের উপর একজন ব্যক্তি অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল ১৭ মে দিনগত রাতে সাড়ে নয় টারদিকে উক্ত স্থান হতে নুরুল আক্তার (৩৪) নামে একজনকে আটক করে। সে হ্নীলার পুর্ব লেদা এালাকার নূর আহম্মদের পুত্র।

পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি দেশীয় তৈরি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বুধবার সকালে জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান- এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অবৈধ অস্ত্র তার নিজ হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার করা হয়েছে।