আসন্ন দূর্গাপুজা নির্বিগ্নে উদযাপনের লক্ষে আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা চাতুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিদুল সিকদার। সাধারণ সম্পাদক পংকজ দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চাতুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য নুরুচ্ছফা, সাবেক যুগ্ম সম্পাদক শওকত ওসমান, আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক নওফেল আলম, পুজা উদযাপন কমিটির যুগ্ন অর্থ সম্পাদক নন্দন ঘোষ, প্রনতোষ দত্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন দত্ত, সমীর দত্ত, ইউপি সদস্যদের মধ্যে নিতাইপদ দাশ, বিকাশ ঘোষ, ধনঞ্জর বিশ্বাস ভোলা, রাশেদ নেওয়াজ ছুঠু ও মো. তারেক।
সভায় শারদীয় দূর্গাপুজার নিরাপত্তা ও নির্বিগ্নে উদযাপনে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামরা স্থাপন, শৃঙ্খলা কমিটি গঠন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন, প্রতিদিন মন্ডপ পরিদর্শন, গ্রাম পুলিশ সার্বক্ষনিক মাঠে অবস্থান, ঝুঁকিপূর্ণ মন্ডপ গুলোতে পুলিশের অবস্থান নিশ্চিত করণ, ইউপি সদস্যরা নিজ নিজ স্ট্রাইকিং ফোর্স মনিটরিং করণসহ মাদক নির্মুলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।