আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

চন্দনাইশে বিএনপির উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ০৭:০০:০০ অপরাহ্ন | রাজনীতি

চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির উদ্যোগে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি 'র নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে  বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে তারা চন্দনাইশ পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এই পুষ্পস্তবক অপর্ণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মাহমুদুর রহমান মাহাদু, উপজেলা বিএনপির সদস্য সচিব আ খ ম মোজাম্মেল হক,পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী,দোহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব টপটেন কামাল,দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু,আকতার হোসেন,সেলিম ভূইয়া,নওশা মিয়া সওদাগর, নাছির উদ্দিন, সিরাজুল মোস্তফা,নুরুল হুদা বাবর,ফয়েজ উদ্দিন, আমির হোসেন,নেছার উদ্দিন, মোশারফ, জয়নাল,সাইফুল ইসলাম,মাসুদ রানা,নাছির হোসেন,মাহফুজ,শহীদুল ইসলাম,কুদ্দুস,কামরুল,জাহেদ,রিয়াদ,রানা,হৃদয়,রোকন,হেলাল,রিহান,আবরার,মানিক,শিমুল প্রমুখ। এসময় তারা বলেন,আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের সবচেয়ে আনন্দের, বড় প্রাপ্তির দিন। দীর্ঘ নয় মাসের সংগ্রাম আর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বহু আকাঙ্ক্ষিত এই দিনটি এসেছিল। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ৪৪ বছর আগের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতি পালন করেছে এই দিবসটি।