আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

চন্দনাইশে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ১০:৩৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মোহাম্মদ ফজলুল করিম শনিবার (১৯ নভেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন। পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে বদলীর পর ডা. মোহাম্মদ ফজলুল করিম তার স্থলাভিষিক্ত হন। ৩৩তম বিসিএসের (স্বাস্থ্য ক্যাডার) এ কর্মকর্তা গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাশ করেন। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ১ সন্তানের জনক। তাঁর স্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনোকলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম মহোদয়কে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন- অত্র হাসপাতালের আরএমও ডাঃ আবু রাশেদ, এমওডিসি ডাঃ রেজাউন সিদ্দিকী, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট , মেডিকেল অফিসার, নার্স সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হওয়ার শেষে অত্র হাসপাতাল ঘুরে দেখেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম বলেন, আমি সরকারের সকল চিকিৎসা সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।