চট্টগ্রামের চন্দনাইশে ওপেন সুপার এন্ড কারাতে স্কুলের নতুন শাখার শুভ উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভা অনোষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর ( শুক্রবার ) সকাল ১০ টায় উপজেলার জোয়ারা রাস্তার মাথা এলাকার রুপকানন কমিউনিটি সেন্টারে বিশিষ্ট সমাজসেবক সাবেক ওয়ার্ড কমিশনার ফজলুল হক সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি ও জাতীয় কুংফু ফেডারেশন চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, চন্দনাইশ থানার উপ পরিদর্শক উপেন বড়ুয়া, কাউন্সিলর সাহেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা লোকমান হাকিম সাংবাদিক আবু তোরাব চৌধুরী, মোহাম্মদ কমরুদ্দিন । বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ধারাভাষ্যকার আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান প্রশিক্ষক ওস্তাদ আবু ছৈয়দ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষক সুবক বড়ুয়া, জাওয়াত হাসনাত খসরু, মেম্বার আবুল হোসেন রাজীবসহ বিভিন্ন এলাকার প্রশিক্ষক অভিভাবক ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।