আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

চট্টগ্রাম উত্তর,দক্ষিণ ও রাঙ্গামাটি জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ ০৯:২২:০০ পূর্বাহ্ন | দেশ প্রান্তর

স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী "স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ" চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও রাঙামাটি জেলার  পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ) আহবায়ক অধ্যক্ষ মাওলানা রফিক আহমদ ওসমানীর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)র সচিব অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান এর সঞ্চলনায় গত শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরির খতিবের হাটের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি, স্বামাশিপ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবদুস শাকুর,  স্বাধীনতা এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার মহাসচিব এস এ জয়নাল আবেদীন জেহাদিসহ তিন জেলার নেতৃবৃন্দ।

পরে কেন্দ্রীয় কমিটির সাধারণত সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ২ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন। 

চট্টগ্রাম উত্তর জেলার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল মোনাওয়ার, সাধারণ সম্পাদক পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফাতুননুর। চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কধুরখীল ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, সাধারণ সম্পাদক রসুলাবাদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা। রাঙামাটি জেলার সভাপতি রাঙামাটি মডের ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফেরদৌস আলম।



সবচেয়ে জনপ্রিয়