আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

ঘুমধুম বিওপির বিজিবি কর্তৃক ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ১১:৫৮:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র জোয়ানরা বুধবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় উৎপেতে থেকে ফাঁদ বসান বিজিবি’র একটি বিশেষ অভিযানিক দল। এসময় বিজিবি’র উপস্থিত টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও ইয়াবা ভর্তি একটি বস্তা পেলে যান। এর পর বিজিবি বস্তায় মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিচ ইয়াবা  উদ্ধার করতে সক্ষম হন।  যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান। তিনি এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিকদের।