আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

কুমিল্লায় ৩০ রোহিঙ্গা আটক

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ ০৬:৪৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

কুমিল্লা বুড়িচংয়ের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে নারী শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

 

 

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে আটককৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করে বিজিবি। বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

 

 

 

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক জানান, বুধবার রাত সাড়ে ১১টায় ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকার ২০৬৬ নম্বর মেন পিলারের সাব ৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

 

 

 

তিনি আরও জানান, কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মানব পাচারকারীদের মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশে তারা এখানে এসেছিল। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করে বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।