আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২২শে পৌষ ১৪৩১

কক্সবাজার বিচে ওয়াটারবাইকের ধাক্কায় ১ পর্যটক আহত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৬:১৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজার সমুদ্রসৈকতে চলন্ত ওয়াটারবাইকের (জেটস্কি) ধাক্কায় ফাহিম (২৬) নামে এক পর্যটক আহত হয়েছেন। সৈকতের সুগন্ধা পয়েন্টে বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

আহত ফাহিম বান্দরবান শাহজালাল মাজার এলাকার শামীমের পুত্র। 

 

শামীম আহমেদ জানান, গতকাল আমরা কক্সবাজার আসি। কক্সবাজারে এসে প্রথমে আমরা রিসোর্টে উঠি। পরে  সৈকতে গোসল করার উদ্দেশ্যে বিকেলে সুগন্ধা পয়েন্টে আসি। গোসল করার সময় ওয়াটারবাইকের ধাক্কায় ফাহিম গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এখনো তার চিকিৎসা চলছে। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আহত ফাহিম গোসল করতে গিয়ে ওয়াটারবাইকের ধাক্কায় আহত হয়েছে বলে জানতে পেয়েছি। বিচ কর্মীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। আমরা ওয়াটারবাইকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।