আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

কক্সবাজারে উদ্বোধন হলো আতরের স্পেশাল ব্রান্ড শপ "খুশবো-Khushboo"

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : রবিবার ১২ জুন ২০২২ ১২:০১:০০ পূর্বাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

দেশি বিদেশি আতরের স্পেশাল ব্রান্ড শপ "খুশবো-Khushboo" উদ্বোধন হয়েছে। ১০ জুন বাদে জুমা কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ খানেকাহ মসজিদের সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে খুশবো উদ্বোধন করেন খানেকাহ হামেদিয়া কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। এ সময় কক্সবাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম সিআইপি, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সুইস এ্যারাবিয়ান বাংলাদেশের পরিচালক মুরতফা সালেকীন, খানেকাহ মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু। এছাড়া মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান খুশবোর স্বত্তাধিকারী জাকির হোসেন চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কৃষি অফিস সড়কস্থ সলিড মধুর স্বত্তাধিকারী আজিব চৌধুরী। দেশি-বিদেশি ব্রান্ডের বাহারি আতরের মধ্যে রয়েছে, আমির আল উদ, মেশক আম্বর, বাখর আল আরাইস, বাখারাত রোজ, কুল ওয়াটার ব্লু, চ্যানেল-৫, আসিল, পোলো ব্লু দুবাই, পোলো ব্লু স্পেন, যোপি, মারিয়াম, এ্যাক্টাসি, বস ৯৮, গুচি রোজ, ইমোশন, সফটি, চকোলেট স্ট্যান্ড, ফাওয়াকি, আল ফারেস, রেড রোজ, আল-বাখুর, স্যানসুয়াল, ইস্কেপ, দরবার, ওপেন, আরোশা, জেসমিন, চয়েজ,ম্যাগনেট, সালমা, কস্তুরি, জান্নাতুল ফেরদৌস, ওয়ানম্যান শো, রয়েল ম্যারেজ, ফ্যান্টাসিয়া, লাক্স, ক্যালভিন ক্লেইন ১, কাচা বেলি, হাসনাহেনা, চম্পা, রজনীগন্ধা, কাচা গোলাপ ইত্যাদি।