আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

কক্সবাজারে ইয়েস কার্ড পেয়েছেন ২৮ জন খুদে হাফেজ

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ০৮:০১:০০ অপরাহ্ন | ধর্ম

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা- পৃথক চার গ্রুপে বিজয়ী হয়ে বিভাগীয় প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড পেয়েছেন ২৮ জন খুদে হাফেজ। ইয়েস কার্ডের পাশাপাশি তাদেরকে আনুষ্ঠানিক প্রাইজমানি, পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) কক্সবাজার বদর মোকামে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বাদে মাগরিব পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

ফাউন্ডেশনের কক্সবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাফেজ মাওলানা সোলাইমান কাসেমীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক ও বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সমাজসেবক আবু আদনান সাউদ।

 

হুফফাজের জেলা সহসভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বদর মোকাম জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবদুল খালেক নেজামী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোঃ নেজামুল হক।

 

প্রতিযোগিতা পরিচালক ছিলেন

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ জামাল উদ্দিন তাওহীদ। 

 

১৩ তম প্রতিযোগিতায় হুফফাজের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সোহাইল মাহফুজ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, দপ্তর সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, হাফেজ ক্বারি মুহাম্মদ শামসুল হুদা, হাফেজ মাওলানা মুহাম্মদ রমজান আলী, হাফেজ ইব্রাহিম রোহান, হাফেজ তাজুল ইসলাম, হাফেজ সাঈদ করিম, হাফেজ মাওলানা মোজাম্মেল হক, হাফেজ মাওলানা নুরুল আমিন, হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল হক চকোরীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

দিনব্যাপী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, হুফফাজের বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার, হাফেজ মাওলানা এনতেজাম উল্লাহ, হাফেজ ক্বারি মসউদ, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল্লাহ, ক্বারি আবদুর রহিম রাহী।

 

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল হাফেজে  কুরআনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন হুফফাজের জেলা সভাপতি মুফতি হাফেজ মাওলানা সোলাইমান কাসেমী।