আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
ওয়াহিদার পাড়া সিরাতুন্নবী (সঃ) মাহফিলে বক্তারা

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মহানায়ক হযরত মোহাম্মদ (সঃ)

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া ; | প্রকাশের সময় : বুধবার ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন | ধর্ম

সাতকানিয়ার এওচিয়া পশ্চিম  গাটিয়াডেঙ্গা ওয়াহিদার পাড়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে ৩২ তম  বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল স্থানীয় মাঠ প্রাঙ্গণে ১৩ই ফেব্রæয়ারি মঙ্গলাবার অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা ক্বারী আবদুল মজিদ নাটোরী, প্রধান আলোচক ছিলেন ইয়াহ ইয়া তাকী মৌলানা নিয়ামত উল্লাহ চাঁদপুরী, বিশেষ আলোচকের আলোচনা পেশ করেন অধ্যক্ষ আবদুর রশীদ কাদেরী, মাহফিলে  বক্তারা বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন একজন মহান সমাজ সংস্কারক ও মহানায়ক। আইয়ামে জাহালিয়াতের যুগে সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। গোত্র কলহ, যুদ্ধ-বিগ্রহ, মারামারি, হানাহানি, সামাজিক বিশৃঙ্খলার নৈরাজ্য পূর্ণ অবস্থার মধ্যে নিপতিত ছিল গোটা সমাজ। সামাজিক সাম্য-শৃঙ্খলা, ভদ্রতা, সৌজন্যবোধ, নারীর মর্যাদা ইত্যাদির কোনো মর্যাদায় ছিল না। জঘন্য দাসত্ব প্রথা, সুদ, ঘুষ, জুয়া মদ, লুন্ঠন, ব্যভিচার, পাপাচার, অন্যায়- অত্যাচারের চরম সীমানায় পৌছেঁছিল। এমন এক দুর্যোগময় যুগে হযরত মুহাম্মদ (সঃ) এর আগমন ঘটে। তিনি আরবের বুকে বৈপ্লবিক সংস্কার সাধন করে বিশ্বের ইতিহাসে অতুলনীয় খ্যাতি অর্জন করেন। তিনি সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে নবুওতের আলোকে উদ্ভাসিত করেন বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা আরো বলেন ইসলামে ন্যায়বিচারের শিক্ষা এমন এক অনিন্দসুন্দর শিক্ষা, যা ন্যায়পরায়ণ প্রত্যেক অমুসলিমও শুনে প্রশংসা না করে পারে না। পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করাই হযরত মুহাম্মদ (সা.) আগমনের উদ্দেশ্য এবং তিনি নিজ আমল দ্বারা সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে সক্ষমও হয়েছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। হাজী  আহমদ হোসেন ও হাজী  আব্দুর রশীদের সভাপতিত্বে আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড মেম্বার আবদুর রাজ্জাক, আলোচনায় অংশ নেন সাংবাদিক নুরুল ইসলাম সবুজ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ সোহাইল, হাফেজ আবদুল হান্নান, মাওলানা আলী হোসেন প্রমুখ।