১৫ জানুয়ারী শনিবার, কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী মিলনমেলা-২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, এম.পি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্তছিলেন অ্যাটর্নী জেনারেল এ.এম. আমিন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব রুহুল কুদ্দুস কাজল । এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম, বাংলাদেশ বার কাউন্সিলের এডক কমিটির সদস্য মুজিবুল হক, মাননীয় চীফ জুডিশিয়ার মাজিস্ট্রেট কামরুন নাহার রুমি। সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। এছাড়া চট্টগ্রামের সকল মননীয় বিচারক ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।ভার্চুয়ালী যুক্ত হয়ে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন,আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়াউদ্দিনের চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্হাপনের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, বর্তমান প্রধান বিচারপতির সাথে আমার আলাপ হয়েছে সার্কিট বেঞ্চ স্হাপন নিয়ে ,এই বছরের মধ্যে চট্টগ্রামে হাইকোর্ট এর সার্কিট বেঞ্চ স্হাপনের ব্যাপারে সুখব আসবে।