আজ রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান একতেহার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ ১০:২৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

 

 

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পারুয়া ইউপি চেয়ারম্যান মো. একতেহার হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। 

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

 

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সদস্য সচিব পদাধিকার বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরম কান্তি দাশ, দাতা সদস্য আবুল কালাম, অভিভাবক প্রতিনিধি মো. জসীম উদ্দিন, মো. মাসুক, মো. মাহবুব আলম, মো. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বিধান চন্দ্র শীল, মানিক কুমার বড়ুয়া ও তাপসী পাল। অনুমোদিত এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 



সবচেয়ে জনপ্রিয়