আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
কর্ণফুলীর জুলধায় নির্বাচনী সভা

আপনারা আমাকে না চাইলে আমি ভোটেও দাঁড়াবো না : সাইফুজ্জামান চৌধুরী

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৭:৪০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নৌকার প্রার্থী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আপনারা আমাকে না চাইলে আমি ভোটেও দাঁড়াবো না। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই। সেটা আমার দলের মানুষ হলেও ছাড় দি নাই। আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য। মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। 

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

 

সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী মানুষের কষ্ট বুঝেন। প্রধানমন্ত্রী যখন আনোয়ারায় জনসভা করেছেন তখন আপনারা রোদের মধ্যে বসে থাকতে দেখে তিনি কষ্ট পেয়েছেন। তাই তিনি আমাকে বলেছেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য।নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আল্লাহর রহমতে কমে আসবে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীরও কষ্ট হচ্ছে। 

 

আনোয়ারা-কর্ণফুলী আসনের এই প্রার্থী আরও বলেন, এই নির্বাচন নিয়ে বিএনপি জামাত অনেক ষড়যন্ত্র করতেছে তারা বলছে ভোটকেন্দ্র মানুষ যাবে না। তাই তাদেরকে দেখিয়ে দিব ভোটও হবে কেন্দ্রে মানুষও যাবে।১৯৭১ সালে বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছেন, তারা কষ্ট করেছেন বলে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছেন। এবং আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষ আজ বিভিন্ন ভাতাসহ বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। 

 

তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল কর্ণফুলীকে উপজেলা করার আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি। সেটা সোজা কথা না। কর্ণফুলীর মানুষ এখন উপজেলার মালিক। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। 

 

জুলধা ইউনিয়ন আওয়ামী সভাপতি আমির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ

রফিক আহমদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সভাপতি  ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, সাবেক থানা আ. লীগের সভাপতি মো.আলী, জেলা যুবলীগের সভাপতি সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. তৈয়ব সওদাগর, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবু, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মোহাম্মদ, রত্না রাণী দে, আবদুল শুক্কুর, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুসা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।



সবচেয়ে জনপ্রিয়