আজ রবিবার ৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

আনোয়ারায় সড়কে অবৈধ দোকান উচ্ছেদে ব্যবসায়ীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ০২:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাট বাজারের সড়ক দখল করে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অবৈধ দোকানিদের উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রুস্তমহাট বাজারের ব্যবসায়ীরা। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ব্যবসায়ীরা এ স্মারকলিপি প্রদান করনে। এসময় উপস্থিত ছিলেন রুস্তমহাটের ব্যবসায়ী নজরুল ইসলাম, মো. শাহজাহান, আবদুল মজিদ, জিয়াউর রহমান, সবুজ নাথ, মনির উদ্দিন প্রমুখ।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল অনৈতিক সুবিধার জন্য সড়ক দখল করে ও স্থায়ী ব্যবসায়ীদের দোকানপাটের সামনে ভাসমান দোকান বসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে করে একদিকে বাজারে যানজট সৃষ্টি হয় অন্যদিকে স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এসব ভাসমান দোকান উচ্ছেদে ব্যবসায়ীরা বারবার দাবী জানিয়ে আসছে।

স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘রুস্তমহাটা বাজারের অবৈধ দোকান উচ্ছেদ ও যানজট মুক্ত করতে প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সড়ক দখল করে কাউকে দোকান বসতে দেওয়া হবেনা।’