আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় উচ্চ আদালতের রায়ে ১৬ দিন পর প্রার্থীতা ও প্রতীক পেলেন চেয়ারম্যান প্রার্থী সোহেল

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৫:১৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল উচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার(২৮ ডিসেম্বর) প্রার্থীতা ফিরে পেয়ে বুধবার(২৯ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এর আগে গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয় তার প্রার্থীতা বাতিল করলে তিনি উপজেলা,জেলা ও হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন। গতকাল বুধবার আনোয়ারা উপজেলা নির্বাচন কার্যালয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মেজবাহ উদ্দিন চৌধুরীকে আনারস প্রতীক বরাদ্ধ দেন।

উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারা খালেদ জানান, বটতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী হাইকোর্টের আপিলে প্রার্থীতা ফিরে পায়। গতকাল বুধবার হাইকোর্ট থেকে আপিলের কপি মেইলে পাওয়ার পর তাকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়