আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনীতে আগুন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৭ নভেম্বর ২০২২ ১০:১০:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এলাকার ভোজন বাড়ি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোজন বাড়ি রেস্টুরেন্টের নিচে একটি ঝাল বিতানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

 

রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনোয়ারা, পটিয়াসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।

 

একই বিল্ডিংয়ে এবি ব্যাংকের শাখা রয়েছে। রাত ১২.৪৫টা নাগাদ আগুন ব্যাংকেও ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।